কক্সবাজার অফিস : কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ করার সময় মাটির নিচে থাকা অনেক পুরনো একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ভেতর থেকে বোমাটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মহন্ত।
এর আগেও গত বছর বিমানবন্দরের উন্নয়নকাজ করার সময় অবিস্ফোরিত অবস্থায় আরো একটি বোমা উদ্ধারের কথা জানিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে এটি স্বাধীনতাযুদ্ধের সময় পাক বাহিনীর ওপর ভারতীয় মিত্র বাহিনীর ব্যবহার করা বোমা।
বিমান কর্মকর্তা সাধন বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের কাজ চলছে। বৃহস্পতিবার রাতে নির্মাণকাজ চলার সময় শ্রমিকেরা মাটির নিচে ধাতব একটি বস্তু দেখতে পান। তারা বিষয়টি বিমান কর্তৃপক্ষকে জানান।
বোমাটি এখনো উদ্ধারস্থলে রয়েছে এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে রেখেছে বলে জানান সাধন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন