স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে আগামীকাল রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে যুবদল।
শনিবার সকালে গুলশান কার্যালয়ের সামনে এ ঘোষণা দেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এর আগে সকাল পৌনে ৭টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত গুলশান কার্যালয়ে তল্লাশি করে পুলিশ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে কোনো কিছুই পায়নি পুলিশ। এসময় তিন তলায় চারটি তালা ভাঙে পুলিশ। এছাড়া শুরুতেই কার্যালয়ের ভেতরে বাইরে বিভিন্ন সিসি ক্যামেরা ঘুরিয়ে রেখে তারা এই তল্লাশি চালায়।
আদালতের একটি সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে খালেদা জিয়ার কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কোনোও কর্মকাণ্ড চলছে কি না, কিংবা কোনো ডকুমেন্ট রয়েছে কি না তা দেখতে এই তল্লাশি চালানো হয় বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। তল্লাশি শেষে সাংবাদিকদের তিনি জানান, তেমন কিছুই পাওয়া যায়নি।
এদিকে, তল্লাশির এই ঘটনা দলের চেয়ারপার্সনকে হয়রানি ও মানসিকভাবে বিপর্যস্ত করার লক্ষেই করা হয়েছে বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী আহমেদ। তল্লাশি শেষে গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, চেয়ারপার্সন খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতে চায় সরকার। আর সে কারণে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।
তিনি আরো বলেন, অজ্ঞাতনামা ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশের এমন তল্লাশি একটি ন্যক্কারজনক ঘটনা। বিএনপিকে দুর্বল করার জন্য এটি একটি ষড়যন্ত্র।
এদিকে তল্লাশির খবর পেয়ে কার্যালয়ে ছুটে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টো, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ নেতাকর্মীরা। এসময় তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন