বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ার

প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
আছিয়া কামাল
সিনিয়র শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ
অধ্যায় : আমাদের বাংলাদেশ : ইংরেজ শাসন
১। মহাত্মা গান্ধীর নেতৃত্বে কোন আন্দোলন হয়?
(ক) ফরায়েজি আন্দোলন (খ) বঙ্গভঙ্গ আন্দোলন (গ) স্বরাজ আন্দোলন (ঘ) অসহযোগ আন্দোলন
২। ইংরেজ আমলে বাংলার কোনটি ধ্বংস হয়?
(ক) খাদ্য শিল্প (খ) ওষুধ শিল্প (গ) বস্ত্র শিল্প (ঘ) অলঙ্কার শিল্প
৩। কখন সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন?
(ক) ১৭৫৫ সালে (খ) ১৭৫৬ সালে (গ) ১৭৫৭ সালে (ঘ) ১৭৫৮ সালে।
৪। ১৭৫৭ সালে কী হয়?
(ক) বঙ্গভঙ্গ (খ) সিপাহী বিপ্লব (গ) নীল বিপ্লব (ঘ) পলাশী যুদ্ধ
৫। ১৮৫৭ সালে কী হয়?
(ক) বঙ্গভঙ্গ (খ) সিপাহী বিপ্লব (গ) নীল বিপ্লব (ঘ) পলাশী যুদ্ধ
৬। ইংরেজরা কত বছর উপমহাদেশ শাসন করে?
(ক) প্রায় ৫০ বছর (খ) প্রায় ১০০ বছর (গ) প্রায় ১৫০ বছর (ঘ) প্রায় ২০০ বছর।
৭। বাংলায় ইংরেজদের আগমনের কারণ কী?
(ক) ব্যবসায়-বাণিজ্য (খ) রাজ্য শাসন (গ) ক্ষমতা দখল
(ঘ) লেখাপড়া করা
৮। সবচেয়ে কম বয়সে কে বাংলার নবাব হন?
(ক) মীরকাশিম (খ) নবাব আলীবর্দী খান (গ) নবাব সিরাজউদ্দৌলা (ঘ) মীরফাজর
৯। নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার মূল ষড়যন্ত্রকারী কে ছিলেন?
(ক) মীরজাফর (খ) রায় দুর্লভ (গ) ঘষেটি বেগম (ঘ) জগৎ শেঠ
১০। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর প্রথম শাসনকর্তা কে ছিলেন?
(ক) লর্ড কার্জন (খ) লর্ড ক্লাইভ (গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) লর্ড রিপন।
১১। উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন কে?
(ক) লর্ড ক্লাইভ (খ) লর্ড ডালহৌসি (গ) লর্ড ওয়েলেসিসি (ঘ) লর্ড উইলিয়াম ফেন্ট্রিক
১২। ইংরেজ ও জমিদারদের শোষণ-অত্যাচারে কে রুখে দাঁড়িয়েছিল?
(ক) মীর কাশেম (খ) তিতুমীর (গ) জগৎ শেঠ (ঘ) জয়বর্ধন
১৩। ১৯০৫ সালে কী হয়?
(ক) বঙ্গভঙ্গ (খ) সিপাহী বিপ্লব (গ) ছিয়াত্তরের মমন্তর (ঘ) নীল বিপ্লব।
১৪। কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন?
(ক) ক্ষুদিরাম (খ) চিত্তরঞ্জন দাস (গ) তিতুমীর (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৫। কোন সালে ভারত বর্ষ স্বাধীন হয়?
(ক) ১৯৪৫ (খ) ১৯৪৭ (গ) ১৯৪৯ (ঘ) ১৯৫০
১৬। কে বাঁশের কেল্লা  তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন?
(ক) বাহাদুরশাহ (খ) হাজী শরিয়ত উল্লাহ (গ) তিতুমীর (ঘ) দুদুমিয়া
১৭। দ্বৈত শাসন পদ্ধতির কারণে কে প্রকৃত ক্ষমতার মালিক হন?
(ক) নবাব (খ) ইংরেজরা (গ) জনগণ (ঘ) সিপাহীরা
১৮। ১৮৮৫ সালে উপমহাদেশে কোন রাজনৈতিক দল জন্মলাভ করে?
(ক) ভারতীয় জাতীয় কংগ্রেস (খ) ভারতীয় মুসলিম লীগ (গ) আওয়ামী মুসলিম লীগ (ঘ) কংগ্রেস।
১৯। ইংরেজরা ঢাকার কোথায় বিদ্রোহী সিপাহীদের ফাঁসি দিয়েছিল?
(ক) বাহাদুর শাহ পার্ক (খ) রমনা পার্ক (গ) ওসমানী উদ্যান (ঘ) চন্দ্রিমা উদ্যান
২০। পশ্চিম বাংলার ব্যারাকপুরে কোন সিপাহী প্রথম বিদ্রোহ শুরু করেন?
(ক) মঙ্গল পা-ে (খ) উমি চাঁদ (গ) মঙ্গলঘের (ঘ) কিরণ মজুমদার।
উত্তর মালা
১। ঘ ২। গ ৩। গ ৪। ঘ ৫। খ ৬। ঘ ৭। ক ৮। গ ৯। গ ১০। খ ১১। খ ১২। খ ১৩। ক ১৪। ঘ ১৫। খ ১৬। গ ১৭। খ ১৮। ক ১৯। ক  ২০। ক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন