স্টাফ রিপোর্টার : হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল ৯টায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ড. মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন বলেন, বাবা কারাগারে থাকাকালে দুইবার হার্টের সমস্যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ ভোরে হঠাৎ একই সমস্যা দেখা দেয়। তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করি। চিকিৎসকরা পর্যবেক্ষণ করে তাকে হাসপাতালে ভর্তি করে দেন। চিকিৎসকরা উনার অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। সেগুলো করানো হচ্ছে। উল্লেখ্য, দীর্ঘ ২২ মাস পর এক সপ্তাহ আগে কারাগার থেকে মুক্তি পান খন্দকার মোশাররফ হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন