শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নবীজিকে জানের চেয়ে বেশি মহব্বত না করলে প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয় পীর সাহেব, ফান্দাউক দরবার

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ্ব শাহ সূফী মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন বলেছেন, বিশ্বনবীর প্রেম-ভালবাসা অন্তরে পয়দা করতে হবে। নবীজিকে মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-পুত্র, ধন-সম্পদ এমনকি নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত না করতে পারলে প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়।
তিনি বলেন, তরিকা তারিকুন শব্দ হতে উৎপত্তি। এর অর্থ রাস্তা, আল্লাহ তার রাসূলকে পাওয়ার একটি সহজ পথ হচ্ছে তরিকা। তরিকা আসছে নবীজির কদম মোবারক হইতে। বেশী বেশী করে দরুদ সালাম পড়তে হবে। আউলিয়াই কেরাম যে পথ অবলম্বন করে, আল্লাহ তার রাসূলের রেজামন্দি লাভ করেছে আমাদেরকেও সেই পথ অবলম্বন করতে হবে। যে সকল নামধারী পীর শরিয়তের পরিপন্থি ও মহিলাদের খেদমত নেয় তার পীর নয় ভন্ড ও শয়তান। ভ- পীরের কর্মকা- থেকে সকলকে বাঁচতে হবে। শরিয়ত আছে কিনা যাচাই বাছাই করে পীর ধরতে হবে। শরিয়তকে পুঙ্খানুপুঙ্খরূপে মানতে হবে। মা-বোনদের শরিয়তের হুকুম পর্দা করতে হবে। নামাজ রোজ হজ্জ যাকাত সবই মানতে হবে। হক্কানী পীর আউলিয়াদের অনুসরণ ও অনুকরণের কোন বিকল্প নেই। তিনি গত ৪ মার্চ মাধবপুর উপজেলাধীন মির্জাপুর শাহ সূফী আলতাব আলী (রহঃ) বাড়ী প্রাঙ্গণে এবং ইছালে ছাওয়াব মাহফিলে সভাপতির বয়ান দান কালে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলের আহবায়ক মাওলানা ক্বারী মোস্তাক আহমেদ এর পরিচালনায় অন্যানের মধ্যে ওয়াজ করেন, আলহাজ্ব মাওলানা ইব্রাহিম সিদ্দীকি, মাও. ক্বারী সৈয়দ জাকারিয়া আহমাদ, মাও. হুমায়ুন কবীর,  মাও. ডা. সালেহ উদ্দিন, সালেহ উদ্দিন, মাও. সৈয়দ মুখলেছুর রহমান, মাও. শাহ আলম। পরে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য, রহমত কামনা করে মহান আল্লাহ নিকট মোনাজাত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন