টাঙ্গাইল জেলা সংবাদদাতা : গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অফিসে পুলিশি তল্লাশির প্রতিবাদে টাঙ্গাইলে কেন্দ্রঘোষিত বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পরে পৌর উদ্যানেই সংক্ষিপ্ত সমাবেশ করেছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ মিছিল বের করতে নিষেধ করলে সেখানেই সমাবেশ করে।
সমাবেশে জেলা বিএনপির সাধারন সম্পাদক শামছুল আলম তোফা, জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক মোহন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সভাপতি আহম্মেদুল হক শাতিল ও সাধারণ সম্পাদক আশরাফ পাহেলীসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন