কক্সবাজার অফিস : ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোরা’র মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
সোমবার বেলা ১১ থেকে ১২ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুতি সভায় উপকূলবাসীদের সন্ধ্যার মধ্যে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া লোকজনের জন্য ইফতারের ব্যবস্থাও করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় জেলা প্রশাসন, আবহাওয়া অফিসের কর্মকর্তারা সহ অন্যরা উপস্থিতি ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন