কক্সবাজার অফিস : মোরার প্রভাবে এপর্যন্ত আশ্রয়কেন্দ্রে ৩জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আশ্রয়কেন্দ্র যারা মারা গেছে, তারা হল-রহমত উল্লাহ (৫০) ডুলাহাজার, ছায়েরা খাতুন (৬৫) পূর্ব বড় ভেউলা চকরিয়া, মরিয়ম বেগম (৫৫) নুনিয়াছড়া, কক্সবাজার। তবে চকরিয়ার এক শিশু ও উখিয়ার অপর এক বৃদ্ধের নাম নিশ্চিত হওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন