কক্সবাজার অফিস : ঘূর্ণিঝড় মোরার প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।
তিনি জানান, সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। এমন তথ্য জানিয়ে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, বেশী ক্ষয়ক্ষতির তালিকায় সেন্টমার্টিনের পরে রয়েছে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং, আলী আকবর ডেইল, মহেশখালীর কুতুবজুম, ধলঘাট, মাতারবাড়ী, পেকুয়ার মগনামা, উজানটিয়াসহ উপকূলের আরও কয়েকটি এলাকা।
তবে প্রচণ্ড বাতাসের আঘাতে কমবেশি বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কাচা ঘরবাড়ি, গাছ গাছালি, পানের বরজের ক্ষয়ক্ষতির কথাও জানান তিনি। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ক্ষয়ক্ষতি নিরূপণ বৈঠকে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার এমপি আশেকুল্লাহ রফিক ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন