শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চট্টগ্রামে চার হোটেল-বেকারিকে জরিমানা

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ভেজালবিরোধী অভিযানে দেওয়ানহাট ও পাঠানটুলি এলাকার চারটি হোটেল ও বেকারিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। অভিযানে সহায়তা দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। বিকাশ চন্দ্র দাস জানান, পাঠানটুলির ইসলাম বেকার্স অ্যান্ড কনফেকশনারির কারখানাতে নষ্ট ও বাসি শিরা দিয়ে মিষ্টি তৈরি, পোড়া তেল ও দুর্গন্ধময় নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের দায়ে ৬০ হাজার টাকা এবং এসএস ফুডসকে নোংরা পরিবেশ ও খাবারে রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, দেওয়ানহাট মোড়ে পোড়া তেল ব্যবহারের দায়ে হোটেল সিটি আইকে ১০ হাজার টাকা এবং নিউ মডেল ফুডকে অসচেতনভাবে হাঁটাচলার মেঝেতে পাউরুটি সংরক্ষণ ও পোড়াতেল ব্যবহারের জন্য ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিশুদ্ধ, ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্যের উৎপাদন ও বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানান বিকাশ চন্দ্র দাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন