গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ নেওয়াজের স্বাক্ষর জাল করে পুকুরের ডিড করে নেওয়ার সময় হাতেনাতে আটক করে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত যুবক পাহারপুর গ্রামের জাবেদ আলী (৩০)।
জানা যায়, বুধবার বেলা ১১টায় দিকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের অফিসে ডিডের কাগজ নিয়ে পুকুর লিজ নিতে যাচ্ছিলো এসময় উপজেলা নির্বাহী অফিসারের সন্দেহ হলে উপজেলা নির্বাহী অফিসার তাকে নিজ হাতে আটক পরে পুলিশের হাতে সোপর্দ করে । পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ অসাধুতা অবলম্বন করাই ৩০ হাজার টাকা জরিমানা করেন।
আটকের সত্যতা নিশ্চিত করেছে করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ নেওয়াজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন