শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নারী অধিকার নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -চুমকি

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর অধিকার নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল (রোববার) জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে দঅধিকার মর্যদায় নারী পুরুষ সমানে সমান আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার নারীর অধিকার নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবহুল আমাদের এই দেশে সব সমস্যা সরকারের এককভাবে সমাধান করা সম্ভব নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে অধিকার আদায়ে কাজ করলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে।’
মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রতিদিনই অসংখ্য নারীর মানবাধিকার হরণ হচ্ছে। এর পাশাপাশি আমাদের দেশে নারীর অধিকার বিষয়ে সচেতনতার অভাব রয়েছে।’ তারা আরো বলেন, ‘নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন আইনের প্রয়োগ ও ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গির প্রসার। পাশাপাশি পুরুষদের মানসিকতা পরিবর্তন করতে পারলে সমাজে নারীদের অধিকার অনেকাংশেই প্রতিষ্ঠিত হবে।’
মানববন্ধনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এসডিসি সচিব নাসিমা বেগমসহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন