শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সিলেটে দুই বাড়িতে ডাকাতি

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুরে একই রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা দুটি বাড়ি থেকে ২ লাখ ৩০ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। গত শনিবার রাত সাড়ে ৩টায় জৈনপুর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা আখলাক আহমদ চৌধুরীর (৫৬) বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতর ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আখলাক আহমদকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ, ৩০ হাজার টাকা নিয়ে যায়। রাত সাড়ে ৪টায় জৈনপুর পশ্চিমপাড়ার আব্দুস সালামের (৪৮) বাড়িতে হানা দেয় ডাকাত দল। তারা ঘরের পেছনের বারান্দার গেইট ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে ঘরে থাকা ২ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণ, বিদেশি ১টি আইফোনসহ ৪টি মোবাইল ফোন সেট ও বাড়ির জায়গার দলিলপত্রসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পায়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন