ভালুকায় যুবলীগ-ছাত্রলীগের হামলায় আহত ৪
ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের ভালুকায় বিএনপি নেতার পক্ষে জমি দখলের ঘটনায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় এক পরিবারের ৪ জন আহত হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, আমীর আলী (৪৫), স্ত্রী সুফিয়া(৪২), মেয়ে পারভীন(৩০), ও ছেলে বাবুল মিয়া(২২)।
আহত পারভীনের স্বামী আজিজুল হক জানায়, বিএনপি নেতা মুর্শেদ আমার শ্বশুড়ের কাছ থেকে জোরপূর্বক জমির বায়না করে দখল নিতে চাইছে। কিন্তু টাকা না দিয়েই বাউন্ডারী করতে চাইলে বাধাঁ দেয়ায় মুর্শেদের সন্ত্রাসী যুবলীগ নেতা নিপুণের নেতৃত্বে হামলা করে পরিবারের সবাইকে কুপিয়ে জখম করেছে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি হবিরবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আলম স্থানীয় মাস্টারবাড়ী এলাকায় তিব্বত ও রিদিশা কোম্পানীর পক্ষে জমি ক্রয় করে। সেখানে আমীর আলী নামক একজনের কাছ থেকে প্রভাব বিস্তার করে ৫০ লাখ টাকায় কিছু জমি ক্রয় করে। কিন্তু জমির টাকা না দিয়েই বাউন্ডারী কাজ করতে গেলে বাধাঁ দেয় আমীর আলী। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা মুর্শেদের আর্শীবাদপুষ্ট হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন ও বহিস্কৃত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডালিমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়।
তবে হানিফ মোহাম্মদ নিপুন বলেন, আমি রিদিকা কোম্পানীর বাউন্ডারী নির্মাণের ঠিকাদারী কাজ করছি। দুপুরে আমার লোকজন কাজ করতে গেলে জমির টাকা এখনো পায়নি দাবি করে তারা কাজে বাধাঁ দেয়। এ সময় তারা নাম ধরে গালমন্দ করে। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাইরা এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে হবিরবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আলম বলেন, বায়না করে জমি কিনেছি, এখন নামজারীর কাজ শেষ হলে রেজিস্ট্র্রি হবে। তিনি বলেন, যারা মারপিট করেছে তারা আমার লোক। তবে আমি থাকলে এ ঘটনা ঘটতো না। যারা বেয়াদবি করেছে, তাদের ডেকে বিষয়টি সামাধান করে দেয়া হবে। এবিষয়ে ভালুকা থানার ওসি মামুনুর রশিদ জানান, শুনেছি আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কোন অভিযোগ পাইনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন