সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে একজন ওয়ার্ড বিএনপি নেতা রয়েছেন।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এছাড়া, ৬৪ বোতল ফেন্সিডিল ও ২০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানা ২১ জন, কলারোয়া থানা ৭ জন, তালা থানা ১৩ জন, কালীগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি ৩ জন, দেবহাটা ৬ জন ও পাটকেলঘাটা থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন