শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শোক সংবাদ : আবুল মনসুর

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : গাউসিয়া কমিটি বাংলাদেশ, ডবলমুরিং থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল মনসুর গত শনিবার রাত ৭টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে আবুল মনসুরের ইন্তেকালে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, ভাইস প্রেসিডেন্ট আবু মুহাম্মদ তবিবুল আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি প্রফেসর কাজী সামশুর রহমান, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক, মুহাম্মদ আবদুল হামিদ, সচিব শাহ্জাদ ইবনে দিদার, যুগ্ম সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, মুহাম্মদ মাহবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব ইলাহি শিকদার, গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর সভাপতি আবুল মনসুর, সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন পাপ্পুসহ  উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্যবৃন্দ, গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন