পটিয়া উপজেলা সংবাদদাতা: আদালত অবমাননার দায়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে পটিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। আদালতের হাকিম মহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলামকে এ দন্ড দেন। সে সাথে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। গতকাল (মঙ্গলবার) পটিয়া থানার ওসি শেখ মোঃ নেয়ামত উল্লাহ স্বাস্থ্য কর্মকর্তাকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছে। পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে আদালতের এডভোকেট জসিম উদ্দিন উক্ত ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের আদেশ অমান্য ও দায়িত্ব অবহেলা করায় স্বাস্থ্য কর্মকর্তা বিরুদ্ধে আদালতের বিচারক নিজেই বাদী হয়ে মামলা করেন এবং তাকে কারাদন্ড।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন