স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্রিক জয় আর বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে। তিনি বলেন, বিএনপির আন্দোলনের হুমকি দিয়ে মাঠে না নামা এবং দেশের হাওর অঞ্চল ও দক্ষিণ উপকূলসহ কোন অঞ্চলে দুর্যোগকালে জনগণের পাশে না থাকায় তারা (বিএনপি) জনগণের আস্থা হারিয়েছে। এ জন্যই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্রিক জয় আর বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।
গতকাল সকালে ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশের দুর্যোগ-দুর্বিপাকে জনগণের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের হুমকি দেয়ায় বিএনপি জনগনের আস্থা হারিয়েছে।
এদিকে, দেশে সুষ্ঠ’ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সেই দিন আর ফিরে আসবে না।
গতকাল বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ‘৭ জুন ছয় দফা দিবস’র আলোচনা সভায় এ প্রতিক্রিয়া দেন তিনি। মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ‘ছয় দফা দিবসে’ এ আলোচনা সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ২০০৮ সালের বক্তব্যে বলেছিলেন, আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। আজকে বিএনপি মহাসচিব ওই বক্তব্যের পুনরাবৃত্তি করছেন। তারা (বিএনপি) পুরনো সুরে ডাকছে, পেছনের ডাক পেছনে। সামনে আর সেই দিন আসবে না মির্জা ফখরুল সাহেব।
বিএনপি সামনের নির্বাচনে পরাজয় নিশ্চিত মন্তব্য করে কাদের বলেন, বিএনপি সামনের নির্বাচনে ৩০টির বেশি আসন পাবে কিনা জানি না, তবে তাদের পরাজয় নিশ্চিত। আমাদের হ্যাটট্রিক বিজয় ও বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করছে ২০০১ সালে যা হয়েছে, ২০১৮ সালে আবার তা হবে। বিএনপি যদি এই মনে করে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। তখন বিএনপি সাইকেল ফেডারেশন, দাবা ফেডারেশন পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। আর সেটা সম্ভব না।
ছয় দফ দিবসের এ আলোচনা সভায় দিবসটি যারা পালন করে না তারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের অন্যতম দিন ছিল ছয় দফা। আওয়ামী লীগ ছাড়া এ দিবস আর কেউ পালন করে না। এই ছয় দফা দিবসটি যারা পালন করে না, তারা ৭ মার্চও পালন করে না। আর যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারাই এই ৭ জুন, ৭ মার্চ পালন করে না।
আইনের প্রতি শ্রদ্ধা রেখে আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহŸান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আপনারা অন্য কোনো পন্থা অবলম্বন না করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান বক্তব্য রাখেন।
এদিকে, বর্তমান সরকারের মেয়াদেই ভারতের সঙ্গে তিস্তা চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে সেতুভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে। ভারত এ ব্যাপারে অনড় রয়েছে। আমরাও আশাবাদী। তিনি আরও বলেন, ফেনী নদীতে একটি সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে আলোচনার জন্য ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী ৮ জুলাই ঢাকা আসছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন