ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : গত মঙ্গলবার রাতে কসবার গোপিনাথপুরের চন্ডিধার বাড়ির পশ্চিমপাশে পুলিশের সাথে গুলিবিনিময়ে ১ ব্যাক্তি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যাক্তি ইব্রাহীম (৩২) একজন মাদক ব্যবসায়ী। রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ মাদক বিরোধী অভিযানে বের হয়। এসময় তলুয়ামুড়া গ্রামে পূর্বপাড়া জনৈক মোহাম্মদ ইব্রাহিম (৩৫), পিতা মৃত সমরাজ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার বসত ঘর হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ইব্রাহিমের স্ত্রী রেনুয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় গভীর রাতে চন্ডীদ্বার গ্রামে বিকাশ দাস এর বাড়ির পূর্ব পাশে কুইয়াপানিয়া পাকা রাস্তার উপর পৌছার পর ইব্রাহিম ও অন্যান্য সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় এসআই রফিকুল ইসলামকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হয়। পুলিশ তাৎক্ষনিক ভাবে ১৮ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ঘটনাস্থলে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ দাবী করেন, ঘটনাস্থলের আশপাশ থেকে ৩টি রামদা, ১ দা, ৩ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করে। পুলিশ জানায়, ঘটনার পর তারা অভিযান চালিয়ে ইব্রাহিমের স্ত্রীসহ ১৫ নারীপুরুষকে গ্রেফতার করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন