টেকনাফ উপজেলা সংবাদদাতা : টেকনাফ ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৪ লাখ টাকা উদ্ধার করেছে উদ্ধার করেছে বর্ডার বাংলাদেশ বিজিবি। এসময় ঘটনাস্থল থেকে চার জন ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়। গতকাল সকালে সাবরাং ইউনিয়নের নয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম বলেন, শুক্রবার সকালে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান এনে ওই এলাকায় বেচা-কিনা হচ্ছে এমন খবরে আমিসহ বিজিবির একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন ইয়াবা ব্যবসায়ী একটি পলি থিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগ ভেতর থেকে ৭০ হাজার ১৯৫ পিস ইয়াবা এবং ইয়াবা লেনদেনের ৩ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
অধিনায়ক আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও টাকাগুলো থানায় হস্তান্তর করে সাবরাং নয়াপাড়ার মো. আলী, মো. শামসু, আবুল হাসেম ভুলু ও মো. হেলাল উদ্দিনকে পলাতক আসামি করে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
এ টেকনাফ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাইন উদ্দিন খান বলেন, বিজিবি বাদি হয়ে চার জনকে পলাতক আসামি করে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন