পাঁচবিবি উপজেলা সংবাদদাতা : আজ সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ উপজেলার আটাপাড়া ভীমপুর এলাকার ইটভাটার একটি গর্ত থেকে অজ্ঞাতনামা (৫০) এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন থেকে অজ্ঞাত এ মহিলা ভীমপুরের বিভিন্ন পাড়ায় ঘোরাফেরা করতো। সে পাগল ছিলো। সোমবার সকালে ইটভাটার সন্নিকটে একটি গর্তে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার নিশ্চিত করে বলেন, মহিলাটির পড়নে প্রিন্টের ম্যাক্সি ও ভিতরে লাল রঙ্গের ব্লাউজ ছিলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন