সাভার থেকে স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করার অভিযোগে সাভারের আশুলিয়ায় হাসান আলী নামের (৪০) এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর বটতলা থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, বিএনপি কর্মী হাসান আলী ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ করে পোস্ট করেন। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সোমবার সকালে তাকে গৌরিপুর বটতলা থেকে গ্রেপ্তার করে।
বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। আটক বিএনপি কর্মীর বিরুদ্ধে আশুলিয়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে থানার (ওসি) মোহসিনুল কাদির।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন