শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দেশে ’৭১-এর চেয়ে বেশি জুলুম চলছে -হাসান সরকার

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেছেন, বর্তমানে দেশে জনগণের ওপর ’৭১Ñএর চেয়ে বেশি জুলুম-অত্যাচার চলছে। মানুষের সকল অধিকার হরণ করেছে আওয়ামীলীগ সরকার। এ অবস্থায় আমাদের চতুর্দিকে এখন বঙ্গোপসাগর। ঝাঁপ দিয়ে মরলে আত্মহত্যা হবে মহাপাপ। এর চেয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে জনকল্যাণের জন্য সর্বোত্তম পথ।
গতকাল বুধবার গাজীপুর নগরীর সামন্তপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা দল ও ২৯-৩১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা, দোয়া, ইফতার ও বস্ত্রবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুস সামাদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, সহ-সভাপতি আহমেদ আলী রুশদী, সিনিয়র যুগ্ম-সম্পাদক সোহরাব উদ্দিন, সিটি কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, খায়রুল আলম বিএসসি, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, জিয়া পরিষদ নেতা আশরাফ হোসেন টুলু, বিএনপি নেতা হুমায়ুন কবির রাজু, নাসিমুল ইসলাম মনির, রায়হান আল মাহমুদ রানা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন