বগুড়া ব্যুরো : মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বগুড়ার ৭২ জন শ্রমজীবী শিক্ষার্থীকে এক সংবর্ধনা দিল বগুড়া এডিপি ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ। গতকাল বেলা ১২টায় বগুড়ার শহরতলী নারুলিতে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সিনিয়র এডিপি ম্যানেজার জনাব লোটাস চিসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার এনডিসি জনাব সঞ্জয় কুমার মোহন্ত। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী, ২০ নং ওয়ার্ড, কাউন্সিলর রোস্তম আলী, নারুলি উত্তরণ উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আলতাফ হোসেন , সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, নারুলি উত্তরণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রামগোপাল গোস¦ামী, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মহসিন আলী রাজু ।
সংবর্ধনা অনুষ্ঠানে চলতি বছরে বগুড়ায় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শ্রমজীবী ৭২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট এবং তাদের শিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষক মন্ডলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন