শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাহাড় ধসে নিহতদের মাগফিরাত কামনায় খুলনায় বিএনপি’র দোয়া

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম


খুলনা ব্যুরো : চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় প্রবল বর্ষণে ভূমিধ্বসে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থ্যতা কামনায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে বাদ জুম্মা টাউন জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে মহানগরীর প্রায় প্রতিটি মসজিদে স্থানীয় বিএনপির উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থ্যতা কামনা করে তিনি বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ে ভূমিধ্বস ও মানুষ হতাহতের ঘটনা একটি নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। নির্বিচারে পাহাড় ও গাছ কাটা, ঝুঁকিপূর্ণ হওয়া সত্তে¡ও ব্যাপক হারে বসতি স্থাপন সেই ঝুঁকিকে আরো বাড়িয়ে তুলেছে। তিনি মর্মান্তিক দূর্ঘটনা রোধে প্রশাসনকে যথাযথ ও কঠোর পদক্ষেপ গ্রহনের আহবান জানান।
আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি ও টাউন মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সালেহ। এসময় কেসিসি মেয়র মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট বজলুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, শেখ হাফিজুর রহমান, আজিজুল হাসান দুলু, শেক সাদী, ইউসুফ হারুন মজনু, একরামুল হক হেলাল, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, মাহবুব হোসেনসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন