শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পারস্পরিক সম্পর্কে প্রতিকূলতা বাড়াবে ট্রাম্পের নীতি : কিউবা

ওবামার কিউবা নীতি পরিবর্তন করে নতুন নীতি ঘোষণা যুক্তরাষ্ট্রের

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কিউবা নীতিতে পরিবর্তন এনেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এ উদ্যোগের তীব্র সমালোচনা করেছে কিউবা সরকার। দেশটির চোখে ট্রাম্পের এ নীতি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে। গত শুক্রবার ফ্লোরিডার মিয়ামিতে দেয়া এক ভাষণে কিউবা নীতি পরিবর্তনের ঘোষণা দেন ট্রাম্প। এর পরপরই রাউল ক্যাস্ট্রো সরকার এক বিবৃতিতে এ পরিবর্তনের সমালোচনা করে। বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের সঙ্গে সম্মানজনক সংলাপ ও সহযোগিতা চালিয়ে যেতে হাভানা বরাবরই প্রস্তুত আছে। কিন্তু ট্রাম্পের নীতি বদল এক্ষেত্রে প্রতিকূলতা তৈরি করবে। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, ১৯৬২ সালে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আরো জোরালো করেছেন ট্রাম্প। কিউবার সামাজিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক খাতে পরিবর্তন আনতে যেকোন কৌশলগত আঘাত দেশটি শক্ত হাতে মোকাবেলা করবে বলেও জানানো হয়। ওবামার হাত ধরে দীর্ঘদিন পরে দ্বীপ রাষ্ট্রটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ট্রাম্প এ সম্পর্ক বজায় রাখতে চান। বাণিজ্যিক উড়োজাহাজ ও নৌ চলাচল অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর আগে খবরে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কিউবা নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ওবামার কিউবা নীতিকে একতরফা দাবি করে ট্রাম্প জানান, তার নতুন নীতিতে কিউবায় ভ্রমণ এবং অর্থ পাঠানোর ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। গত শুক্রবার ফ্লোরিডার মিয়ামিতে দেওয়া এক ভাষণে ট্রাম্প এ ঘোষণা দেন। আর্থিক ও ভ্রমণে বিধিনিষেধ জারি করলেও ট্রাম্প দ্বীপ রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবেন। হাভানা থেকে দূতাবাসও সরিয়ে নেবেন না ট্রাম্প। কিউবার সঙ্গে বাণিজ্যিক বিমান ও নৌ চলাচলও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। বিবিসি, আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন