শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মালিবাগে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে রাজউকের নির্দেশ উপেক্ষিত

প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ায় একটি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে রাজউকের নির্দেশ মানছে না বাড়ির অংশীদার হারুনুর রশিদ। জানা যায়, ১৯৭৭ সালে দ্বিতীয় তলা ভবনের নকশা অনুমোদন করে ৫তলা ভবন নির্মাণ করা হয়। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত ২০ জুলাই ২০০৯ সাল থেকে রাজউক পরপর ৩টি নোটিশ দিয়ে উক্ত ভবনটির অপসারণের নির্দেশ দিলে অন্য অংশীদার মোঃ জাকারিয়া, মোঃ ইউছুফ ও মোঃ ইয়াকুব তাদের দখলীয় অংশ অপসারণ করলেও হারুনুর রশিদ তার দখলীয় অংশ অপসারণ না করায় বর্তমানে ভবনটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ব্যাপারে অন্য অংশীদারগণ গত ১৭-১১-২০১৫ ইং তারিখে রমনা থানায় একটি সাধারন ডায়েরী করেন এবং ডিসি দক্ষিন কে লিখিত ভাবে অবহিত করেন। এরপরও হারুনুর রশিদ উক্ত ঝুকিঁপূর্ণ ভবনের অংশটি অপসারন করছেননা। জরুরী ভিত্তিতে ভবনটি অপসারন করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন