অর্থনৈতিক রিপোর্টার : ঈদ মানে খুশি, ঈদ মানেই বিনোদন। ঈদের দিনগুলোতে দেশের প্রায় সব চ্যানেলেই প্রচারিত হয় বিভিন্ন ধরণের বিনোদনমূলক অনুষ্ঠান। এই বিনোদন উপভোগের অন্যতম মাধ্যম হচ্ছে টেলিভিশন। বিনোদন পিপাসুদের জন্য নিঁখুত ফিনিশিং ও আকর্ষণীয় আউটলুকের ৬৭ মডেলের এলইডি (লাইট এ্যামিটিং ডায়োড) টেলিভিশন বাজারে বিক্রি করছে ওয়ালটন। ঈদুল ফিতরকে ঘিরে স্থানীয় বাজারে এলইডি টিভির যে বাড়তি চাহিদা তৈরি হয়েছে তা পূরণে বিশেষ প্রস্তুতিও নিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি। এবার ওয়ালটনের টার্গেট গত ঈদুল ফিতরের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি এলইডি টিভি বিক্রি।
জানা গেছে, এবারের ঈদে দেশব্যাপী এলইডি টেলিভিশনের চাহিদা তুলনামূলক বেশি। আর এই বাড়তি চাহিদা পূরণে সকল শ্রেণী-পেশার গ্রাহকদের জন্য ৬৭ মডেলের এলইডি টিভি বিক্রি করছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন