আজ সোমবার রাত ৩টার দিকে একদল চোরাকারবারি চেঁচড়া সীমান্ত পার হয়ে ছোট যমুনা নদীর ধারে আসার পথে সীমান্তে টহলরত কমান্ডার লেন্স নায়েক আ. হান্নান তাদের পথরোধ করে দাঁড়ালে চোরা চালানীরা ২টি পোটলা ফেলিয়ে পলায়ে যায়। পোটলা ২টি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। উক্ত পোটলা তল্লাশি করে প্রায় ১৯ লক্ষ টাকার ভারতীয় নিষিদ্ধ গরু মোটা তাজা করণ ট্যাবলেট ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেন।
কোম্পানির অধিনায়ক মুনসুর আহম্মেদ সংবাদটি নিশ্চিত করে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন