রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাঙ্গুনিয়ার পৌরসভা কাদের নগর সংলগ্ন এলাকায় গতকাল সকাল ১০টায় নাহার ডোর এন্ড ফার্নিচার কারখানায় মোবাইলে কথা বলা নিয়ে সহকর্মী কাঠ মিস্ত্রির হাতুড়ির আঘাতে ফার্নিচার মিস্ত্রি মো. দেলোয়ার হোসেন (৩০) এবং শিলকে অতিরিক্ত পাহাড়ি চোলাই মদ্যপানে অসুস্থ হয়ে সুজিত কুমার দে (৪০)-এর মৃত্যু হয়েছে। পুলিশ দু’জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জানা গেছে, উপজেলার পৌরসভা ঘোডাউনঘাট কাদের নগর সংলগ্ন এলাকায় জনৈক আকতার মালিকানাধীন নাহার ডোর এন্ড ফার্নিচার কারখানায় প্রতিদিনের ন্যায় সকাল থেকে ৫-৬ জন শ্রমিক কাজে যোগ দেয়। ফার্নিচার মিস্ত্রি মো. ইসকান্দর মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলার কারণে সহকর্মী দেলোয়ার হোসেন বেশি মোবাইলে কথা না বলে কাজের প্রতি মনোনিবেশ করতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে ইসকান্দর হাতে থাকা হাতুড়ি দিয়ে মিস্ত্রি দেলোয়ার হোসেনকে গলার কাছে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যেক্ষদর্শী মিস্ত্রি মো. খোরশেদ আলম বলেন, সামান্য বিষয় নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে অতর্কিত হামলার ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে ঘাটক মিস্ত্রি ইসকান্দর পলাতক। ঘাটকের বাড়ি রাউজান উপজেলায়। নাহার ডোর এন্ড ফার্নিচার কারখানার মালিক মো. আকতার বলেন, ঘটনার শিকার ফার্নিচার মিস্ত্রি দু’জন ঘনিষ্ঠ বন্ধু। নিহত মিস্ত্রি গত ৪ মাস পূর্বে বিয়ে করে। মেহেদীর রঙ শুকাতে না শুকাতে দেলোয়ার অকালে প্রাণ হারাল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন