রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকায় অভিযান চালিয়ে নিত্য (২০) নামের এক যুবককে আটক করেছে গোদাগাড়ী মডেল থানার পুলিশ। এ সময় একটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়।
আটক নিত্য চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের রাজকুমার ঘোষের ছেলে।
কাঁকনহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন জানান, কাঁকনহাট পৌরসভার ভিজিএফ এর গম বিতরণের ঘটনার কাউন্সিলর আব্দুল কাফির মামলায় সন্দেহজনক ভাবে নিত্যকে আটক করে পুলিশ। নিত্য সেখানের একটি দোকানের হোটেল কর্মচারী। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তথ্য দেয় যে কাঁকনহাট পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর কাফির ঘনিষ্ঠজন ওই এলাকার সেরাপাড়া গ্রামের দুলালের ছেলে খাততাব (৩০) গম বিতরণের দিনের মারামারি ঘটনায় খাততাব সেখানে উপস্থিত ছিলো।
তার একটি ব্যবহৃত পিস্তল আমাকে কাঁকনহাট বাজারের শম্ভু হোটেলের সামনে খাততাবের পানের দোকানের নিচে পিস্তলটি আছে বলে জানান। সেই জানা তথ্য থেকেই পুলিশ মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে সেখান হতে একটি ইন্ডিয়ান পিস্তল উদ্ধার করে।
এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে আটক নিত্য আসামী ও খাততাবকে পলাতক আসামী করে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে বলে এ প্রতিবেদককে জানান কাঁকনহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন