বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

সাইনাস অপারেশন অবসাদ দূর করে

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সাইনুসাইটিস একটি অতি সাধারণ রোগ। বিভিন্ন জবীণু দিয়ে সাইনুসাইটিস রোগ হয়। সাইনুসাইটিসে আক্রান্ত হলে রোগী মাথাব্যথা ও অন্যান্য উপসর্গের সঙ্গে দীর্ঘমেয়াদি অবসাদে ভোগে এবং এ ব্যাপারটিকে তারা একটি প্রধান সমস্যা বলে মনে করে, একই সঙ্গে তাদের মুখম-লে ব্যথা থাকে এবং নাক বন্ধ থাকে। তারা তাদের অতিক্লান্তি প্রকাশ করে, রোগের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন গবেষণায় একদল চিকিৎসক পর্যবেক্ষণ করে পেয়েছেন যে, অপারেশনের পর পরিষ্কার-পরিচ্ছন্ন সাইনাস রোগীদের কর্ম সামর্থ্যও বাড়িয়ে দেয়। ব্রাইহাম এবং উইমেন্স হাসপাতালের বিশিষ্ট লেখক ড. নীল ভট্টাচার্য, জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, সেন্ট লুইস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন, ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির গবেষণায় ৩৪২৭ জন রোগী নিয়ে ২৮টি সমীক্ষায় দেখেছেন যে, সাইনাস অপারেশনের আগে যারা অতি ক্লান্তি প্রকাশ করতেন, তাদের শক্তি এবং সামর্থ্য ফিরে এসেছে প্রায় এক বছর পর। লেখকের রিপোর্টটি প্রকাশিত হয়েছে ব্যাপক জনপ্রিয় জার্নাল লেরিংগোস্্কোপে। পরিশেষে এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত সত্য যে, সাইনাস অপারেশনের পর রোগীর ক্লান্তি দূরীভূত হবে এবং স্বাভাবিক দৈনন্দিন কর্মকা-ে ফিরে যাবে ভট্টাচার্য এই গবেষণার ফলাফলে বলেছেন। আমাদের দেশেও অনেক সাইনাসের রোগী আছেন। বর্তমানে বাংলাদেশে সাইনাসের আধুনিক চিকিৎসা যেমন-ঋঊঝঝ বা ফাংশনাল এন্ডোসকোপিক সাইনাস সার্জারি (ফেস) নিয়মিত হচ্ছে। এ ধরনের অপারেশনে কোনো কাটাছেঁড়া লাগে না এবং অপারেশনের ফলাফলও খুবই ভালো। ফেসের (ঋঊঝঝ) জন্য আধুনিক সেটআপ এবং দক্ষ-প্রশিক্ষিত সার্জন দরকার হয়। ঢাকার প্রায় সব বড় বড় হাসপাতালে এ অপারেশন নিয়মিত হচ্ছে।
ষ অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী
নাক, কান,গলা বিশেষজ্ঞ সার্জন
বিভাগীয় প্রধান, ইএনটি বিভাগ
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, রোড ৮, ধানম-ি, ঢাকা, ০১৯১৯২২২১৮২
ই-মেইল : ধষধসমরৎ. পযড়ফিযঁৎু০৭@মসধরষ.পড়স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন