মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএসএমএমইউতে বক্ষব্যাধি বিভাগ চালু ডা. একেএম মোশররফ হোসেন, চেয়ারম্যান

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি (বক্ষব্যাধি) উইং স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভাগের সংখ্যা হলো ৫১টি। এছাড়াও রয়েছে ইনস্টিটিউট অফ প্যাডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার এন্ড অটিজম (ইপনা) নামে একটি সেন্টার। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫০তম সভার সুপারিশ, সিন্ডিকেটের ৬৩তম সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন অনুযায়ী ইন্টারন্যাল মেডিসিন বিভাগ থেকে পৃথক করে রেসপিরেটরি মেডিসিনকে স্বতন্ত্র বিভাগ হিসাবে খোলা হল। একই সাথে বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১২ এর ২৭ (২) ধারা অনুযায়ী রেসপিরেটরি মেডিসন বিষয়ের সিনিয়র শিক্ষক প্রফেসর ডা. এ কে এম মোশাররফ হোসেন-কে এই বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল ভিসি’র কার্যালয়ে প্রফেসর ডা. এ কে এম মোশাররফ হোসেন-এর হাতে নিয়োগপত্র তুলে দেন ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এদিকে ডা. এ কে এম মোশাররফ হোসেন রেসপিরেটরি বিভাগের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পাওয়ার পর অত্র বিশ্ববিদ্যালয়ের বি বøকের নীচে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন