উদ্যোগ নিয়েছে নেত্রকোনা পৌরসভা
নেত্রকোনা পৌর নাগরিকদের চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্যে অবশেষে বেহাল প্রধান সড়কসহ অন্যান্য সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে নেত্রকোনা পৌরসভা।
১৮৮৭ সালের স্থাপিত নেত্রকোনা পৌরসভার ১৩০ বছরের মধ্যে প্রধান সড়কের এমন বেহাল দশা আর কখনো দেখা যায়নি। পৌরসভার প্রধান সড়কটির কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন পৌরসভা ও সড়ক বিভাগের মধ্যে রশি টানাটানির পর গত বছর এর কর্তৃত্ব পান পৌরসভা। দীর্ঘদিন যাবত সড়কটি সংস্কার না করায় সড়কের পিচ, ইট, সুড়কি উঠে গিয়ে ছোট বড় অসংখ্য কানা খন্দে পরিণত হয়। মার্চ মাসের শেষ দিকে আগাম বৃষ্টিপাত শুরু হওয়ায় এসব কানা খন্দে পানি জমে থাকে। এসব কাদা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন