রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে পাশাপাশি তিনটি ভবনে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে ভবন থেকে অগ্নিদগ্ধ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে রাজধানী উত্তরার ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ওই দুই ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। যে কারণে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন