ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জাতীয় যুব সংহতির উপজেলা শাখার আহবায়ক নজরুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টীর অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছে। গত সোমবার রাতে উপজেলার ধারা বাজারস্থ বিএনপি কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স। এ সময় এমরান সালেহ প্রিন্স যোগদানকারীদের ফুল দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে যোগদানকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি,আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করে দশ টাকার বিনিময়ে বিএনপির সদস্যভুক্তির রসিদ কেটে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। বিএনপিতে যোগদানকারী নজরুল ইসলাম বিগত ইউপি নির্বাচনে ৯ নং ধারা ইউনিয়নে জাতীয় পার্টীর মনোনীত প্রার্থী ছিলেন। এ সময় ধারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আরফান আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আবু হাসনাত বদরুল কবির, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা মোতালেব আহমেদ, আলী আযম খান দিপু, সৈয়দ গুলজার আহমদ নাঈম, নুরুল ইসলাম,আনোয়ার হোসেন, মোতালেব হোসেন এবং যোগদানকারীদের পক্ষে নজরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এমরান সালেহ্ প্রিন্স বিএনপিতে যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, তাদের এই যোগদান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন