ময়মনসিংহ ব্যুরো : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী এক বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। কমিটিতে ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সভাপতি ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম হারুণ-আর রশিদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান, যুগ্ম-সম্পাদক-১ কীটতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক-২ মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মুনির হোসেন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক ফার্মাকোলজি বিভাগের ড. মাহমুদুল হাসান শিকদার, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের ড. মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে ১৩ জনকে নির্বাচিত করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন