শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

গোদাগাড়ীতে সরকারী হাসপাতালের ২ লাখ টাকার ওষুধ উদ্ধার

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী র‌্যাব-৫ গোদাগাড়ীতে অভিযান চালিয়ে রাজশাহীতে সরকারী হাসপাতালের প্রায় দুই লাখ টাকার ওষুধ উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরে গোদাগাড়ী উপজেলার বিদিরপুর এলাকায় গ্রাম্য চিকিৎসক বদরুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে ওষুধগুলো উদ্ধার করা হয়। সরকারী ওষুধ কেনাবেচা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রাম্য চিকিৎসক বদরুল আলমের ছেলে টিটুকে (২৫) গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনির কমান্ডিং অফিসার মোবাশ্বের আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল আটক টিটুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শোয়ার ঘরের ভেতর বস্তাবন্দী অবস্থায় এমোক্সিসিলিন ক্যাপসুল, এক্সোসিলিন পাউডার ফর শাসপেনসন এবং ওমিপ্রাজল গ্রুপের প্রায় দুই লাখ টাকা মূল্যের সরকারী ওষুধ পাওয়া যায়। র‌্যাব সুত্র জানায়, প্রায় দু’বছর আগেও টিটুকে ফেনসিডিলসহ আটক করেছিল র‌্যাব সদস্যরা। এবার তাকে সরকারী ওষুধসহ আটক করা হলো।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন