স্টাফ রিপোর্টার : তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর উদ্যোগে আজ শুক্রবার থেকে ১৩ জুলাই, বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব জামিয়া মদীনাতুল উলূম (পূর্ব নূরের চালা, ভাটারা, ঢাকা)-এর হলরুমে ৭দিন ব্যাপী বিনা মূল্যে এক হজ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। এতে পবিত্র হজের মাসায়েল তথা নিয়মÑপদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দান করবেন তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ- এর সভাপতি ও জামিয়া মদীনাতুল উলূম-এর মুহতামিম মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী। এতে মহিলাদের জন্য আলাদা
ব্যবস্থা থাকবে । উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য হজযাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন