শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরায় মানহানির মামলায় মাহফুজ আনামের জামিন মঞ্জুর

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনাম মঙ্গলবার মানহানির মামলায় সশরীরে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
মঙ্গলবার ১১টা ৩৫ মিনিটে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক ইমতিয়াজুল ইসলামের আদালতে মাহফুজ আনাম হাজির হলে বাদি এবং আসামী পক্ষের আইনজীবীরা ১৮ মিনিট যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে বিজ্ঞ বিচারক ২ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর এবং মামলা খারিজের আবদেন নামঞ্জুর করে আগামী ১৯/০৫/১৬ তারিখে পরবর্তী দিন ধার্য করেন। এ সময় আসামী পক্ষে এড. মাহাবুবুল আকবর কল্লোলসহ অর্ধশত আইনজীবী এবং বাদি পক্ষে এড. রাশেদ মাহমুদ শাহীন শুনানিতে অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন