শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুতি নিন -ফটিকছড়িতে বিএনপি নেতাকর্মীদের কাদের গণি চৌধুরী

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির তথ্য ও গববেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের মানুষ বিনা ভোটে ক্ষমতা দখলের নির্বাচন আর হতে দেবে না। আগামী নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে আওয়ামীলীগ ৩০ আসনও পাবে না। তাই তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। গত (শনিবার) সকালে চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং এর বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় তিনি একথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা ও লেলাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন, শহিদুল আজম চেয়ারম্যান, হান্নান চৌধুরী, ইলিয়াস মেম্বার, যুবদল নেতা আজম খান, বিএনপি নেতা জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম রিপন, হেলাল উদ্দিন, ডাঃ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোরশেদ হাজারী প্রমুখ। কাদের গনি চৌধুরী বলেন, বর্তমান সরকার ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। যারা জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা দখল করেছে তাদের অধীনে কোন নির্বাচন হতে পারেনা। যে নির্বাচনে মধ্যরাতের আগেই ব্যালট বাক্স পূর্ণ হয়ে যায়, ব্যালট পেপার ধানক্ষেতে পাওয়া যায় সেই নির্বাচন আর হবে না। সহায়ক সরকারের অধীনেই অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনই হবে। তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) যদি মনে করে ৫ জানুয়ারির মতো নির্বাচন করে পরে তিনি আহত বিএনপি নেতা শফিউল আজম চৌধুরীকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন