শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : শ্রীনগরে সাংবাদিক অধীর রাজবংশী ও মীর রাতুলের ওপর হামলাকারী এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বুধবার) দুপুর দেড়টার দিকে শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর কবির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আরধীপাড়া এলাকার টেক্কা মার্কেট থেকে মোঃ পারভেজ (৪৫)-কে গ্রেপ্তার করে। পারভেজ শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামী। গত ৫ মার্চ শ্রীনগর উপজেলা পরিষদের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক ভোরের কাগজ পত্রিকার শ্রীনগর উপজেলা প্রতিনিধি অধীর রাজবংশী ও দৈনিক রুপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মীর রাতুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক অধীর রাজবংশী বাদী হয়ে চারজনকে এজাহারভুক্তসহ অজ্ঞাত কয়েক জনকে আসামী করে শ্রীনগর থানায় মামলা দায়ের করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন