স্টাফ রিপোর্টার : ট্রিম্যান রোগে আক্রান্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার আবদুল্লাহপুর এলাকার একই পরিবারের তিনজনকে গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন Ñ বাছেদ আলী (৫৫), তার ছোট ভাই তাজুল ইসলাম (৪০) ও তাজুলের ছেলে রুহুল আমিন (৮)। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বোর্ড বসানো হচ্ছে।
বাছেদ আলী জানান, জন্মের পর থেকেই তাদের তিন জনের হাত-পায়ে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। গত বছর এজন্য তিনি রংপুরের একটি ক্লিনিকে ভর্তি হলে ডাক্তার তার হাঁটুর নিচ থেকে দুই পা কেটে ফেলেন। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, তাদের ভর্তি নেওয়া হয়েছে। এটা স্কিন ডিজিজ, নাকি তারা ট্রিম্যান রোগে আক্রান্ত সেটা নিয়ে আজ বৃহস্পতিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বোর্ড বসানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন