শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

টেলিটকের নতুন লোগো উন্মোচন করলেন তারানা হালিম

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ‘স্বপ্ন হাসিমুখের’ স্লোগানে নতুন লোগো নিয়ে যাত্রা শুরু করলো রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক। গত মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে টেলিটকের নতুন লোগো উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অনুষ্ঠানে তারানা হালিম বলেন, ‘টেলিটককে দেশের অন্যতম প্রধান টেলিকম কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করতেই এই রি-ব্র্যান্ডিং এবং নতুন লোগো উন্মোচন করা হলো। এই পরিবর্তনের মাধ্যমে নতুন কর্মোদ্দীপনায় টেলিটক প্রতিযোগিতামূলক বাজারের উপযুক্ত হয়ে দাঁড়াবে।’ টেলিটকের নেটওয়ার্ক আরো বিস্তৃত করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী মে মাসের মধ্যে টেলিটকের এক হাজার ৫০০ থ্রিজি ও এক হাজার ৭০০টি টুজি বিটিএস স্থাপন করা হবে।’ টেলিটকের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, ‘টেলিটক না হলে আমাদের হয়তো এখনো মিনিটে ৬ টাকা ৯০ পয়সা এবং তার সঙ্গে ভ্যাটের টাকা দিয়ে কথা বলতে হতো। সময়ের সঙ্গে টেলিকম প্রযুক্তিকে মানুষের আরো কাছাকাছি নিয়ে যাওয়াই টেলিটকের মূল উদ্দেশ্য।’ বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, টেলিটকের নতুন যাত্রায় কয়েকটি বিষয় নজর রাখতে হবে। টেলিটককে নিরবচ্ছিন্ন ভয়েস ও ডাটা নেটওয়ার্ক, কোয়ালিটি অব সার্ভিস, আকর্ষণীয় অফার এবং গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। তাহলে এই নতুন লোগো সার্থক হবে। নতুন লোগো সম্পর্কে জানানো হয়, টেলিটকের মূল উদ্দেশ্য মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ সহজ করা। বাংলাদেশ ও বাংলাদেশের ঐতিহ্যকেও ধারণ করতে চায় টেলিটক। এ কারণেই বেছে নেওয়া হয়েছে বাতাস ভরা নৌকার পাল। এ পাল নতুন প্রযুক্তির পাল।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ বেসরকারি অপারেটরদের প্রতিনিধিরা। অনুষ্ঠানে অভিনেতা জাহিদ হাসানকে টেলিটকের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর ঘোষণা করা হয়। বাংলা ব্যান্ড ‘জলের গান’ এবং কণ্ঠশিল্পী কোনালের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে লোগো উন্মোচন ও রি-ব্র্যান্ডিং অনুষ্ঠান শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন