শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চীনে পণ্য রপ্তানি আয় বেড়েছে ১৭ শতাংশ

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সদ্য শেষ হওয়া ২০১৬-১৭ অর্থবছরে চীনে পণ্য রপ্তানি আয় বেড়েছে। বাংলাদেশে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে আলোচ্য সময়ে দেশটিতে বাংলাদেশি পণ্যে রপ্তানি আয় বেড়েছে প্রায় ১৭ দশমিক ৪৮ শতাংশ। ইপিবি’র সর্বশেষ তথ্যে দেখা গেছে, আলোচ্য অর্থবছরে চীনে রপ্তানি হয়েছে মোট ৯৪কোটি ৯৪ ডলারের পণ্য। আর এর আগের অর্থবছর অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরের রপ্তানি হয় ৮০ কোটি ৮১ লাখ ডলারের পণ্য। শুধু তাই নয়, ইপিবি বলছে গত ৮ বছরে চীনে বাংলাদেশি পণ্যের রপ্তানি বেড়েছে প্রায় ৮ গুণ। ২০১০ সালে দেশটিতে মাত্র ১৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। এর পর থেকে বড় রকমের জটিল ছাড়া ধারাবাহিকভাবে দেশটিতে রপ্তানি বেড়েছে। চীনের পণ্যের সঙ্গে প্রতিযোগীতা করেই বাজারে জায়গা দখল করতে হয়েছে বাংলাদেশি পণ্যের। তবে চীন কিছু কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় রপ্তানি বেড়ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন