আধুনিক ও উন্নত সেবা প্রদানের লক্ষে গেন্ডারিয়া টেলিফোন এক্সচেঞ্জের ৭৪৪ ও ৭৪৫ গ্রুপের মোট ৯৪৫৬টি টেলিফোন নম্বর আগামী ২০ জুলাই বৃহস্পতিবার হতে পর্যায়ক্রমে ৮ ডিজিটে রুপান্তর করা হবে। ৭ ডিজিটের পুরাতন নম্বর অপরিবর্তিত থাকবে - তবে আগে ৪ যোগ হয়ে ৮ডিজিট সম্পন্ন হবে।
সম্মানিত গ্রাহকদের প্রতিটি নম্বর পরিবর্তনের সাথে সাথে টেলিফোন কল করে জানানো হবে। এছাড়াও পরিবর্তিত নম্বর জানার জন্য জরুরী প্রয়োজনে গ্রাহক বিটিসিএলের কল সেন্টার ১৬৪০২ তে অথবা অফিস চলাকালীন ৪৭৪৪৩৩৬৬, ৪৭৪৪২২৭৭ এবং ৪৭৪৪৬৬৭৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। -প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন