মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা সংবাদদাতা : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। সংর্ঘষকালে ৪টি দোকানসহ কয়েকটি ঘরবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় মূল আসামী সাবেক ইউপি সদস্য আলতাফ মাদবরসহ ৭ জনকে আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার ইলিয়াস মাদবর ও একই এলাকার সেকান মাদবর-আলতাফ মাদবরের সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রবিবার সন্ধ্যায় নাসিরের মোড় বাজারে ইলিয়াস মেম্বারের সমর্থক মনির ও হিরনের সাথে সেকান মাদবর-আলতাফ মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ হয়। সে সময় সেকান মাদবর-আলতাফ মাদবরের সমর্থকরা মনির ও হিরনকে মারধর করে। এ ঘটনার জের ধরে গত সোমবার সকালে ইলিয়াস মেম্বারের সমর্থক আইয়ুব আলী মাদবর (৫০) নাসিরের মোড় বাজারে গেলে সেকান মাদবরের সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সেকান ও আলতাফ মাদবরের সর্মকরা আইয়ুব আলীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর উভয় পক্ষের মাঝে সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। সংর্ঘষকালে ৪টি দোকানসহ কয়েকটি বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালানো হয়। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন