বেনাপোল অফিস: বেনাপোল স্থলবন্দরকে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যবসায়ীদের দাবি ও আমদানি-রফতানি বাণিজ্যকে সহজ ও গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বন্দরের একটি সূত্র জানায়। প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠক এই সিদ্ধান্ত নেয়া হয়। বেনাপোল বন্দরের উপ-পরিচালক রেজাউল ইসলাম জানান, আগামী ১ আগস্ট একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭ দিনে ২৪ ঘন্টা বন্দর খোলা রাখার বিষয়টি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বন্দরের অটোমেশন ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বৈঠকে নৌ-মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়সহ পররাষ্ট্রমন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, স্থলবন্দর কর্তৃপক্ষ’র কর্মকর্তারা উপস্তিত ছিলেন। গত ১৩ জুলাই সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা বন্দর খোলা রাখার বিষয়ে রাজীয় রাজস্ব বোর্ড’র চেয়ারম্যান ও নৌ পরিবহন মন্ত্রনালয়’র সচিব অশোক মাধব রায় বন্দও ব্যবহারকারী সংগঠন ও ব্যবসায়ীদের সাথে কাস্টমস ক্লাবে দীর্ঘ বৈঠক করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন