শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ শুরু

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নেছারাবাদ সংবাদদাতা : তিন দিনব্যাপী ১২৬তম বার্ষিক মাহফিল এবং বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ সম্মেলন সন্ধ্যা নদীর তীরে অবস্থিত দরবার শরীফের বিশাল ময়দানে আজ শুরু হচ্ছে।
এদিকে গতকাল বাদ মাগরিব পীর ছাহেব কেবলা জিকির-আজকার, কোরআন তেলাওয়াত ও সংক্ষিপ্ত নসিহত, মিলাদ-ক্বিয়াম ও সংক্ষিপ্ত দোয়া-মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী মাহফিলের উদ্বোধন করেন। মূলত আজ বাদ ফজর থেকে মাহফিলের মূল কার্যক্রম শুরু হবে। মাহফিলে ইসলামের মৌলিক বিষয়াবলির ওপর দলিলভিত্তিক আলোচনা পেশ করবেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়া ও আলিয়া মাদ্রাসার মুহতারাম আসাতেজায়ে কেরাম এবং দরবারের বিশিষ্ট ওলামা, খোলাফাবৃন্দ।
প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরিব জিকির-আজকার এবং তরিকা-তাসাউফের ওপর গুরুত্বপূর্ণ তা’লীম ও শনিবার বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে লাখো লাখো ভক্ত-মুরিদানকে নিয়ে আখেরী মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন