মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক পরীক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় ৭ দিন পেরিয়ে গেলেও বখাটে জাফর আলীকে গ্রেফতার পারে নি পুলিশ। বখাটের ভয়ে ৪টি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ওই ছাত্রী। স্কুলছাত্রীর মা আউলিয়া খাতুন জানান, দীর্ঘদিন ধরে উপজেলার ফরহাদপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে জাফর আলী তার মেয়েকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে অশ্লীল অঙ্গভঙ্গী সহ কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে তার অভিভাবককে জানালে তারা বখাটে জাফরের কোনো শাসন না করে উল্টো তার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। এ প্রস্তাব প্রত্যাখ্যায় করায় গত ১৫ জুলাই তার মেয়ে স্কুল যাওয়ার পথে জাফর আলী ওই স্কুলছাত্রীর গতি রোধ করে মারধর সহ যৌন হয়রানি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন এ ঘটনার পর থেকে ওই ছাত্রী ৪টি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এ ব্যাপারে মেয়ের মা আউলিয়া খাতুন ঘটনার পর দিন ১৬ জুলাই জাফর মিয়া সহ ৪ জনের নামে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। এখন পর্যন্ত বখাটে যুবককে গ্রেফতার না করায় তার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদুজ্জামান বলেন অভিযোগ পেয়েই বখাটে যুবককে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন